সমবায় অধিদপ্তর জনগনের আর্থসামাজিক উন্নয়ন ও দারিদ্র্ হ্রাস করনে সরকারী উদ্যোগ বাস্তবায়নের অন্যতম প্রধান সংস্থা। সমবায় অধিদপ্তর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনস্ত অধিদপ্তর। সমবায় অধিদপ্তরের প্রধান নিবন্ধক ও মহাপরিচালক নামে অভিহিত। উপজেলা, জেলা, বিভাগ ও সদর দপ্তর এ ৪ পর্যায়ে এ অধিদপ্তরের কার্যালয় বিস্তৃত। এছাড়া একটি জাতীয় প্রশিক্ষন একাডেমী ও ১০টি আঞ্চলিক সমবায় প্রশিক্ষন ইনস্টিটিউট রয়েছে। সমবায় সমিতির নিবন্ধনসহ বিধিগত বিভিন্ন সেবা, আইনগত পরামর্শ এবং উন্নয়ন ও সম্প্রসারনমূলক কর্মকান্ডের মাধ্যমে সমবায় আন্দোলনকে সহায়তা করা ও জনগণের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করা সমবায় অধিদপ্তরের মূল কার্যক্রম।
এক নজরে উপজেলা সমবায় কার্যালয়
|
কেন্দ্রীয় সমিতি(সাধারণ)
|
০০ টি৷
|
কেন্দ্রীয় সমিতি(বিআরডিবি)
|
০১ টি।
|
প্রাথমিক সমবায় সমিতিঃ
|
ক) বিভাগীয়-৪০ টি, খ)সি আই জি ভূক্ত- ২১ টি, মোট= ৬১ টি।
|
ধরণঃ
|
ক)সক্রিয়-২৩ টি, খ)নিষ্ক্রীয়- ৩৮ টি।
|
সদস্য সংখ্যাঃ
|
ক)পুরুষ-৩৩৭১ জন, খ)মহিলা-১৯৭৭ জন, মোট= ৫৩৪৮ জন।
|
বিআরডিবিভূক্ত প্রাথমিক সমবায় সমিতির সংখ্যাঃ
|
১৪৪ টি।
|
আদায়কৃত শেয়ার মূলধনঃ
|
৩৩.১৮(লক্ষ টাকায়)
|
আদায়কৃত সঞ্চয় আমানতঃ
|
২৮৪.০৮(লক্ষ টাকায়)।
|
সংরক্ষিত ও নীট লাভ হতে সৃষ্ট তহবিলঃ
|
১৬.৪২(লক্ষ টাকায়)।
|
কার্যাকরী মূলধনঃ
|
৩৭২.৩৭(লক্ষ টাকায়)।
|
ঋণ সংক্রান্তঃ
|
ক)ঋণ দান- ৫৫০.০০(লক্ষ টাকায়), খ)ঋণ আদায়- ২৫২.৩০(লক্ষ টাকায়), গ)ঋণ পাওনা- ২৯৭.৭০(লক্ষ টাকায়)।
|
বিনিয়োগঃ
|
১৮.৬০(লক্ষ টাকায়)।
|
সম্পদ
|
(জমি ও দালান)ঃ ৪২.২৯(লক্ষ টাকায়)।
|
মজুদ তহবিল ও ব্যাংকে গচ্ছিতঃ
|
২২.১৯(লক্ষ টাকায়)।
|
মোট সম্পদঃ
|
৬৮.৮৪(লক্ষ টাকায়)।
|
কর্মসংস্থানঃ
|
ক)পুরুষ-২৪১ জন, খ)মহিলা- ১৩৯ জন, মোট= ৩৮০ জন।
|
সমিতির সদস্যদের মাঝে লভ্যাংশ বিতরণঃ
|
৬.৪২(লক্ষ টাকায়)।
|
প্রাথমিক সমবায় সমিতির শ্রেনী বিন্যাসঃ
|
কৃষি সমবায় সমিতি
|
= ০২ টি
|
মৎস্যজীবি/মৎস্যচাষী সমবায় সমিতি
|
= ০১ টি
|
শ্রমজীবি সমবায় সমিতি
|
= ০২ টি
|
ভূমিহীন সমবায় সমিতি
|
= ০১ টি
|
আদর্শ্ গ্রাম উন্নয়ন সমবায় সমিতি
|
= ০৩ টি
|
দোকান মালিক/ব্যবসায়ী সমবায় সমিতি
|
= ০১ টি
|
সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি
|
= ১৩ টি
|
বহুমুখী সমবায় সমিতি
|
= ১২ টি
|
পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি
|
= ০১ টি
|
আশ্রয়ন সমবায় সমিতি
|
= ০৩ টি
|
দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি
|
= ০১ টি
|
সি আই জি মৎস্য সমবায় সমিতি সিআইজি কৃষি সমবায় সমিতি
|
= ১৬ টি
= ০৫ টি
|
বি আর ডি বি ভূক্তঃ
|
কৃষক সমবায় সমিতি
|
= ১১০ টি
|
বিত্তহীন সমবায় সমিতি
|
= ১৭ টি
|
মহিলা বিত্তহীন সমবায় সমিতি
|
= ১৭ টি
|
|
|
|